পাকিস্তান থেকে ফিরে নিজ দেশে হয়রানির স্বীকার চান্দু

প্রকাশ | ০৬ অক্টোবর ২০১৯, ১৭:৫৪

ভারতের সেনা সদস্য চান্দু চাভান বলেছেন, ‘পাকিস্তান থেকে ফিরে আসার পর সেনাবাহিনী আমাকে অব্যাহত হয়রানি করছে। তারা আমাকে সন্দেহের চোখে দেখছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে চাকরি ছাড়তে হয়েছে আমাকে। আমার কিছুই করার ছিল না।’

তার সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আহমেদনগরের তার ইউনিট কমান্ডারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এই সেনা সদস্য।

পাকিস্তানি বাহিনী তাকে ফেরত দেয়ার আগে এমনভাবে নির্যাতন চালিয়েছিল যে তিনি তখন মুমূর্ষু অবস্থায়। গত মাসে তিনি একটি দুর্ঘটনার শিকার হন। এতে তার মুখমণ্ডল ও মাথায় আঘাত লাগে। এতে দীর্ঘ সময় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তার চারটি দাঁত ভেঙে গেছে। তীব্র ঘষটানিতে তার থুতনি, ওপরের ঠোঁট ও চোখের নিচের ত্বক উঠে গেছে।

উল্লেখ্য, বছর দুয়েক আগে অসাবধানতাবশত সীমান্ত পাড়ি দিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন চান্দু চাভান। পরে তাকে আটক করে প্রতিবেশী পাকিস্তানের রেঞ্জারস সদস্যরা। এরপর চার মাস ধরে তার ওপর ব্যাপক নির্যাতন চলে। বেধরক পিটুনি ও মারধারের পর একসময় ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে এই সেনা সদস্যকে। কিন্তু নিজ দেশে ফিরে আসার পর ভারতীয় সেনাবাহিনী তাকে অবিরত হয়রানি করে আসছে।

খবর- দ্য হিন্দু