ইরাকে বিক্ষোভ অব্যাহত; নিহত আরও ১১

প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৯, ১৬:১৪

ইরাকের রাজধানী বাগদাদে চলমান সহিংসতায় পুলিশের সাথে সরকার বিরোধীদের সংঘর্ষে আরও ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও মেডিকেল সূত্র।

কাজের সংকট, নিন্মমানের পরিষেবা ও সরকারের লাগামহীন দুর্নীতির প্রতিবাদে শুরু হওয়া টানা বিক্ষোভে এখন পর্যন্ত সরকারী বাহিনীর হামলায় নিহত হয়েছেন ৮৮ জন। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত মঙ্গলবার (১ অক্টোবর) থেকে বিক্ষোভ শুরু হলে সারা দেশেই এই আন্দোলন ছড়িয়ে পড়ে। উপায় না দেখে ইরাকের সরকার কারফিউ জারি করে আন্দোলন দমানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে সরকারী টেলিভিশনে সরকারের পক্ষ থেকে কারফিউ তুলে নেওয়ার ঘোষণাও দেওয়া হয়।

কারফিউ তুলে নিলে শুক্রবার আন্দোলনে কিছুটা ভাটা পড়লেও শনিবার থেকেই আবার রাস্তায় অবস্থান নেয় বিক্ষোভকারীরা। 

মঙ্গলবার থেকে শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে সরকারী সংস্থা গুলো। এই আন্দোলনে নিহত হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর ৮ জন নিহত ও হাজারেরও উপরে আহত হয়েছে বলে জানা গিয়েছে।

বিক্ষোভকারীরা বলছেন, তারা চাকরির সংকট, নিম্নমানের পরিষেবা ও দুর্নীতি দমনে সরকারের ‘অস্পষ্ট কোনো সংস্কার কর্মসূচি’ মেনে নেবেন না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত