গ্রীসে শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৯

গ্রীসের লেসবস দ্বীপের মোরিয়া শরণার্থী শিবিরে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত এক নারী ও শিশু নিহত হয়েছে বলে জানা যায়।

অগ্নিকাণ্ডের পর মোরিও শরণার্থী শিবিরে দাঙ্গার ঘটনা ঘটে। এরপর দাঙ্গা থামাতে পুলিশ, শরণার্থীদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করে। শরণার্থীদের অভিযোগ, আগুন নেভাতে সময়মত ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

লেসবসের সেই শিবিরটিতে বর্তমানে প্রায় ১২ হাজারের অধিক শরণার্থী অবস্থান করছে। যদিও সেখানে ধারণক্ষমতা ছিল মাত্র ৩ হাজার।

তবে কিভাবে শিবিরের একটি কন্টেইনার হাউজে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, সিরিয়া যুদ্ধের পর প্রায় ১০ লাখ শরণার্থী সেখান থেকে পালিয়ে গ্রীক দ্বীপগুলোতে আশ্রয় নেয়। অতিরিক্ত শরণার্থীর কারণে সংকটে পড়েছে গ্রীসের লেসবন শহর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত