পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৩

আভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে দাম নিয়ন্ত্রণে রাখতে এবার পণ্যটি রপ্তানির ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত।

২৯ সেপ্টেম্বর (রবিবার) দেশটির কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ সংক্রান্ত নিষেধাজ্ঞাটি আরোপ করে।

এক ঘোষণায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় পেঁয়াজ রপ্তানি নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। যে কারণে এখন থেকে সব ধরনের পেঁয়াজ রপ্তানি পুরোপুরি নিষিদ্ধ করা হলো।

বিশ্লেষকদের মতে, দেশের যেসব অঞ্চলে পেঁয়াজ বেশি পরিমাণে উৎপন্ন হয়, সেসব রাজ্যে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রাজধানী নয়া দিল্লি ও মুম্বাইয়ের বাজারে পেঁয়াজের প্রতি কেজি ৭০-৮০ রুপিতে গিয়ে ঠেকেছে। তাছাড়া ভারতের অন্যান্য অঞ্চলেও এই পেঁয়াজের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

মূলত দেশীয় বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তটি নেওয়া হলো। যা এখন থেকেই কার্যকর হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত