কলকাতার আরসালান রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৭

আগস্টে কলকাতার রাস্তায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হওয়ার মামলায় বিখ্যাত রেস্তোরাঁ আরসালানের মালিক আকতার পারভেজকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) কলকাতার পার্ক সার্কাসের একটি বার থেকে আকতার পারভেজকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে, এই মামলায় আগে থেকেই গ্রেপ্তার দেখানো হয়েছে আকতার পারভেজের দুই ছেলে রাঘিব আরসালান ও আরসালান পারভেজকে। তাছাড়া, একই মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিল আকতার পারভেজের শ্যালক মহম্মদ হামজাও।

কলকাতা পুলিশ জানিয়েছে, গতকাল গভীর রাতে পার্ক সার্কাসের একটি পানশালা থেকে আকতার পারভেজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি জুয়া খেলছিলেন। জুয়ার কোট থেকে জব্দ করা হয় লক্ষাধিক রুপি।

উল্লেখ্য, কলকাতায় চিকিৎসা সংক্রান্ত কাজে আসা তিন বাংলাদেশি কাজী মুহম্মদ মইনুল আজম, ফারহানা ইসলাম ও কাজী সফি রহমতউল্লাহ রাতের খাবার শেষে বৃষ্টির জন্য পুলিশ কিয়স্কের নিচে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি জাগুয়ার গাড়ি এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মইনুল ও ফারহানা। মারাত্মক ভাবে আহত হন সফি।

পুলিশ ধারণা করেছিল, গাড়িটি চালাচ্ছিল আরসালান রেস্তোরাঁর মালিকের ছেলে আরসালান পারভেজ। কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, গাড়িটি চালাচ্ছিল রাঘিব আরসালান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত