কাশ্মীরে হামলা করে জবরদখল করা হয়েছে: মাহাথির

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৯

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, ‘কাশ্মীর বিষয়ে জাতিসংঘের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও সেখানে হামলা করে জবরদখল করা হয়েছে।’

কাশ্মীর ইস্যু নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে ৯৪ বছর বয়সী স্পষ্টভাষী নেতা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ একথা বলেন।

মাহাথির মোহাম্মদ আরো বলেন, ‘হতে পারে এর কোনো কারণ তারা দেখাবে, তবুও আমরা এটাকে অন্যায়ই বলবো। তবে শান্তিপূর্ণভাবে বিষয়টির সমাধান করতে হবে। ভারতকে অবশ্যই পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে একসঙ্গে কাজ করতে হবে।’

কোনো দেশের ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে আন্তর্জাতিক বৃহৎ নিয়ন্ত্রণেরও আহ্বান জানান মাহাথির মোহাম্মদ। পাশাপাশি ইরানের সঙ্গে ব্যবসা বন্ধে সব দেশকে জবরদস্তি করার মার্কিন চেষ্টার সমালোচনা করেছেন মালয়েশিয়ার এ কিংবদন্তি রাষ্ট্রনেতা।

খবর- ডন ও জিয়ো নিউজ উর্দূ