পর্যটন ভিসা দিচ্ছে সৌদি আরব

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫২

প্রথমবারের মতো সৌদি আরব পর্যটন ভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভ্রমণপিয়াসু মানুষদের সামনে ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ দেশটিতে ঘুরতে যাওয়ার সুযোগ তৈরি হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকে বিশ্বের ৪৯টি দেশের নাগরিকরা অনলাইনে সৌদি ভিসার জন্য আবেদন করতে পারবেন।

সৌদি অর্থনীতি মূলত তেলের ওপর নির্ভরশীল। কেবল একটি খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতেই পর্যটনের দিকে গুরুত্ব দিতে চায় দেশটির সরকার। এ কারণেই পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে তারা।

আগামী এক যুগের মধ্যেই গড়ে উঠবে দেশের অর্থনীতিকে চালিয়ে নেয়ার মতো বিকল্প কোনো খাত। আর সেই বিকল্প খাতটি হতে পারে পর্যটন।

সৌদি আরবে ভ্রমণ করতে আসা বিদেশী নারীদের অবশ্যই শালীন, মার্জিত ও রুচিশীল পোশাক পরিধান করতে হবে বলে জানিয়েছেন আহমেদ আল খতিব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত