ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৫

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত মালুকু দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৫।

২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মালাকু সময় সকাল পৌনে ৯টার দিকে প্রাদেশিক রাজধানী অ্যামবনের ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে ভূ-পৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে।

এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ওই এলাকার ব্যাপক ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এরআগেও এ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।

আমবোনের দুর্যোগ সংস্থার কর্মকর্তা আলবার্ট সিমায়েলা ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সুনামির ভয়ে শহরের প্রায় সব বাসিন্দা পাহাড়ের দিকে ছুটছেন বলেও জানিয়েছেন তিনি।

বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল প্যাসিফিক রিং অব ফায়ারের (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা) ওপর অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই বড় ধরনের ভূমিকম্প হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত