ইয়েমেনি মসজিদে হামলা, নিহত ৫

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৬

ইয়েমেনের প্রদেশ ওমরানে একটি মসজিদে বিধ্বংসীদের বিমান হামলায় একই পরিবারের অন্তত ৫ সদস্যের মৃত্যু হয়েছে। আরো বেশ কিছু লোক এখনো নিখোঁজ রয়েছেন।

রবিবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সীমান্ত সংলগ্ন প্রদেশটির একটি মসজিদে আচমকা হামলা চালিয়েছে বলে জানায় ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হুথি বিদ্রোহীরা।

এতে পরিবারটি হামলা থেকে বাঁচতে পার্শ্ববর্তী একটি মসজিদে আশ্রয় নেয়। মূলত তখনই সৌদি বিমানের গোলায় মসজিদটি গুঁড়িয়ে যায়। এতে পরিবারের আরও দুটি শিশু এখনো নিখোঁজ রয়েছেন।

জানা যায়, হামলার পর বিধ্বস্ত মসজিদ থেকে এরই মধ্যে ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এমন এক সময়ে হামলাটি চালানো হলো, যার প্রায় সপ্তাহ খানেক আগে সৌদি আরবের বড় দুটি তেলক্ষেত্রে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। যদিও সৌদি আরবের পক্ষ ইয়েমেনে চালানো পাল্টা আক্রমণের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত