'সার্জিক্যাল স্ট্রাইক করে কমিউনিস্টদের ঘাঁটি গুঁড়িয়ে দেব'

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৭

ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্তা করায় সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে কমিউনিস্ট ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজ্য বিজেপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন দিলীপ ঘোষ।

দিলীপ বলেন, 'বাবুল সুপ্রিয়র গায়ে যারা হাত তুলেছে, তাদের হাত কীভাবে ভাঙতে হয়, তা জানি।' এ সময় হুঁশিয়ার দিয়ে দিলীপ ঘোষ বলেন, 'পাকিস্তানে যেমন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তেমনিই যাদবপুর বিশ্ববিদ্যালয়েও সার্জিক্যাল স্ট্রাইক করে কমিউনিস্টদের ঘাঁটি গুঁড়িয়ে দেব।'

তিনি বলেন, 'আমরা চুপ রয়েছি বলে যদি কেউ ভাবে এটাকে আমাদের দুর্বলতা, তাহলে সেটা তাদের ভুল। ওরা যে ভাষা বোঝে, সেই ভাষাতেই জবাব দেওয়া হবে।'

বামপন্থী ছাত্র সংগঠনগুলো ও রাজ্য সরকারের উদ্দেশ্যে দিলীপ বলেন, 'যে বাবুলের চুল ধরে টেনেছে, তার ঠিকুজি-কুষ্ঠি বের করেছি। আগে ওদের দেশবিরোধী বলতাম, এবার ওদের সমাজবিরোধী বলব।' 

রাজ্য বিজেপির সভাপতি আরও বলেন, 'ছয় ঘণ্টা ধরে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে আটকে রাখা হলো, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো এবং নিগ্রহ করা হলো। এরপরেও কিছু মানুষ এদের সমর্থনে কথা বলছে। কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই কাজকে সমর্থন করতে পারে না।'

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজেপি'র ছাত্র সংগঠন 'অখিল ভারত বিদ্যার্থী পরিষদ' কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে তিনি লাঞনার স্বীকার হন। এ সময় বিক্ষোভকারীরা 'গো ব্যাক বাবুল সুপ্রিয়' স্লোগান দিতে থাকে। এ সময় তারা বাবুল সুপ্রিয়কে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন। বাবুল সুপ্রিয়'র সাথে নিরাপত্তা রক্ষীরা থাকলেও পরিস্থিতি উত্তপ্ত হলে বিক্ষুব্ধরা বাবুল সুপ্রিয়কে চড়-থাপ্পড় মারেন ও তার শার্ট ছিঁড়ে ফেলেন। সেখানে বাবুলের সাথে উপস্থিত ছিলেন অগ্নিমিতা পালও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত