সৌদি ও আরব আমিরাতে সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩০

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন প্রশাসন।

সৌদি আরবে রাষ্ট্রীয় তেল স্থাপনায় হামলার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশ দুটিতে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। তথ্য: বিবিসি।

মার্ক এসপার জানিয়েছেন, সৌদি ও আরব আমিরাতের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে যুক্তরাষ্ট্র তাদের সহযোগিতা করবে। দেশ দু'টির অনুরোধেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের সহায়তার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা জোরদারে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বাড়তি সেনাসদস্য এবং সামিরক সরঞ্জাম মোতায়েন করা হবে।

উল্লেখ্য, গত শনিবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকোর দুটি তেল স্থাপনায় হামলা চালানো হয়। এতে সৃষ্ট ক্ষয়ক্ষতিতে সৌদিতে তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। হামলার দায় স্বীকার করেছিল ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এই হামলার জন্য ইরানকে দায়ই করে আসছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত