সৌদি-আমিরাতে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৩

সৌদি আরবে দুটি তেলক্ষেত্রে সাম্প্রতিক হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেন, সেনা মোতায়েনের ধরণ হবে ‘আত্নরক্ষামূলক’। তবে কত সংখ্যক সেনা পাঠানো হচ্ছে সে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

তিনি জানান, দেশ দুটির অনুরোধের প্রেক্ষিতেই তাদের সহায়তার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া সৌদি ও আরব আমিরাতের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে।

গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। এতে করে সৌদির তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। 

এ হামলার দায় স্বীকার করে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। তবে এ হামলার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত