উত্তর আমেরিকা থেকে বিলুপ্ত হচ্ছে পাখির দল

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৭

উত্তর আমেরিকা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে পাখির দল। গত ৫০ বছরে দেশটি থেকে ২৯ শতাংশ পাখি বিলুপ্ত হয়ে গেছে। সংখ্যায় এ পরিমাণ প্রায় ৩০০ কোটি।

সায়েন্স জার্নালের এক গবেষণায় বলা হয়, বিলুপ্ত হওয়ার পাখিদের মধ্যে ৯০ শতাংশই হলো ১২টি প্রজাতির। এভাবে পাখি কমে যাওয়ার কারণে পরিবেশগত সংকট তৈরি হবে। আর এ বিষয়ে এখনই কোনো পদক্ষেপ না নিলে সংকট বাড়তেই থাকবে।

উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাসল্যান্ড প্রজাতির পাখি। তারা মোট সংখ্যার প্রায় অর্ধেক হয়ে গেছে। বনে বসবাস করা পাখিদের বিলুপ্তির অন্যতম প্রধান কারণ তাপমাত্রা বেড়ে যাওয়া।

এ সম্পর্কে পিটার মাররা নামের গবেষক বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে পাখি খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। এজন্য তাদের রক্ষায় দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে হবে।