সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষেধাজ্ঞা

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২১

কোনো সরকারি ডাক্তার আর প্রাইভেটে প্র্যাকটিস করতে পারবেন না বলে ঘোষণা দিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি। আইনি ভাবে তা নিষিদ্ধ করা হল।

সম্প্রতি অন্ধ্রপ্রদেশের ডাক্তার সুজাতা রাওয়ের নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটির বৈঠকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পেশ করা হয়। মুখ্যমন্ত্রী জগনমোহন তা অনুমোদন করেন। বুধবার সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।

তবে এজন্য সরকারি ডাক্তারদের যে আর্থিক ক্ষতি হবে তা পুষিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

এদিকে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে টেক্কা দিতে সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের উপর জোর দিচ্ছেন জগনমোহন। হাসপাতালগুলিতে আরও বেশি ডাক্তার নিয়োগের পরিকল্পনাও তাঁর রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত