মমতার নয়াদিল্লি সফর

'পশ্চিমবঙ্গে 'এনআরসি' দরকার নেই'

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৭

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লি সফরের তৃতীয় দিনে সাক্ষাৎ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এ সময় তিনি অমিত শাহ'কে স্পষ্ট জানিয়েছেন পশ্চিমবঙ্গে 'এনআরসি' দরকার নেই।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অমিত শাহ'র সাথে বৈঠকে 'এনআরসি' নিয়ে আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি পশ্চিমবঙ্গে এটির দরকার নেই বলে উল্লেখ করে বলেন, 'এনআরসিতে অনেক আসল ভোটার বাদ পড়েছেন।'

মমতা বলেন, 'বাংলায় নাগরিক পঞ্জি করার কোনো প্রয়োজন নেই।' সংবাদ সংস্থা এএনআইকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'আমি তাকে (অমিত শাহ) একটি চিঠি দিয়েছি, যেখানে তাকে আমি বলেছি যে এনআরসি থেকে বাদ পড়া ১৯ লাখ লোকের মধ্যে অনেকেই হিন্দিভাষী, বাংলাভাষী এবং স্থানীয় আসামবাসী রয়েছেন। অনেক প্রকৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। এদিকে নজর দেওয়া উচিত বলে অনুরোধ করে আমি একটি অফিশিয়াল চিঠি জমা দিয়েছি।'

এ সময় অমিত শাহ পশ্চিমবঙ্গের এনআরসি নিয়ে কথা না বললেও, মমতা তার অবস্থান স্পষ্ট করেছেন। মমতা বলেন, 'তিনি (অমিত শাহ) পশ্চিমবঙ্গে এনআরসি চালু সম্পর্কে কিছু বলেননি। তবে আমি এরই মধ্যে আমার অবস্থান পরিষ্কার করে দিয়ে বলেছি পশ্চিমবঙ্গে এনআরসি চালুর দরকার নেই।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত