বন্যায় প্লাবিত রাশিয়া

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৫

রাশিয়ায় বন্যার কারণে ডুবে গেছে প্রায় এক হাজার ঘরবাড়ি। দেশটির খবরোভস্ক অঞ্চলে বন্যার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

উপ-প্রধানমন্ত্রী আনাতোলি লিতভিনচুকের এক সরকারি সভার বিবৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম 'তাস'।

তিনি জানান, এই অঞ্চলে বন্যার কারণে ২৬৮৩ জন বাসিন্দার ৯৯৭ টি ঘরবাড়ি প্লাবিত হয়েছে। পাশাপাশি ২৬৮৩টি প্লট এবং ১৮৫টি মোটরওয়ে বিভাগ এবং ৫০ টি সরকারী সুবিধা প্রদানকারী সংস্থা প্লাবিত হয়েছে।

ইতিমধ্যে রাশিয়ার সেনাবাহিনী ইউনিটগুলো বন্যা কবলিত অঞ্চল থেকে ৫৫০ জনকে সরিয়ে নিয়েছে।