মাটির নিচে ৬৩ কোটি ব্যারেল তেল মজুত

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৯

যুক্তরাষ্ট্রের কোন জরুরি প্রয়োজন সামাল দেবার জন্য মাটির নিচে জমা করে রাখা আছে ৬৪ কোটি ব্যারেল তেল। আর এ মজুদ তেল যে কোনো সময় ঘাটতি মেটাতে কাজে লাগানো সম্ভব।

সৌদি আরবের দুটি তেল স্থাপনার ওপর ড্রোন হামলার পরই আমেরিকান কর্মকর্তারা বলছিলেন, তেল সরবরাহে সংকট দেখা দিলে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের বিশাল 'জরুরি মজুতে' থাকা তেল কাজে লাগানো হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জরুরি তেলের ভাণ্ডার রয়েছে ভূগর্ভে। টেক্সাস এবং লুইজিয়ানা অঙ্গরাজ্যের মাটির নিচে লবণের স্তরের ভেতর তৈরি গুহায় এ তেলের ভাণ্ডার তৈরি করা হয়েছে।

১৯৭০-এর দশকে আরব-ইসরায়েল যুদ্ধের সময়কার তেল সংকটের পটভূমিতে তেলের মজুদ গড়ার পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রে মোট চারটি জায়গায় এই জরুরি তেলের মজুত রয়েছে। টেক্সাসের ফ্রিপোর্ট এবং উইনির কাছে, আর লুইজিয়ানায় লেক চার্লস আর ব্যাটন রুজে।

ভূপৃষ্ঠের তিন হাজার তিনশ ফিট নিচে লবণের খনি থেকে সৃষ্ট অনেকগুলো গর্তে বা গুহার মধ্যে এই তেল জমা করে রাখা আছে। মাটির ওপরে ট্যাংকে তেল মজুদ করার চাইতে এই পদ্ধতি অনেক কম খরচের, এবং নিরাপদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত