আনুষ্ঠানিকভাবে ইরানের হুঁশিয়ারিতে যুক্তরাষ্ট্র

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৪

সৌদি আরবের তেল খনিতে হামলার বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ওয়াশিংটন কোনও ধরনের সামরিক আগ্রাসন চালালে তা প্রতিহত করা হবে এবং তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেয়া হবে বলে জানান তেহরান।

সুইজারল্যান্ডের মাধ্যমে তেহরান ওয়াশিংটনের কাছে এই হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে। ইরানে মার্কিন স্বার্থ দেখাশোনা করে থাকে সুইস দূতাবাস এবং তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তেহরান এই নোট পাঠিয়েছে।

সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় ইয়েমেনের হুথি সমর্থিত সেনারা ড্রোন হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করে বক্তব্য দিয়েছে। এরপর ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারি বার্তা দেয়া হলো।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় সুইস দূতাবাসে ইরানের পক্ষ থেকে ওই নোট হস্তান্তর করা হয়। 

এতে ইরান স্পষ্ট করে বলেছে, তেহরানের বিরুদ্ধে কোনও ধরনের সামরিক হামলা করার চেষ্টা হলে তার তাৎক্ষণিক পাল্টা জবাব দেয়া হবে এবং সে জবাব হামলার উৎসস্থলে সীমাবদ্ধ থাকবে না।