ইসরায়েলে নির্বাচন আজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৭

ইসরায়েলে পাঁচ মাসের মধ্যেই দ্বিতীয় দফা সাধারণ নির্বাচন আজ মঙ্গলবান (১৭ সেপ্টেম্বর)। সকাল থেকেই ইসরায়েলিরা তাদের নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন। খবর বিবিসির।

এই পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থি লিকুদ পার্টির সঙ্গে মধ্য ডানপন্থি নীল ও সাদা দলের তীব্র লড়াই হবে বলে ধারণো করা হচ্ছে।

এপ্রিল মাসে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারেনি বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুড পার্টি। তাই তিনি সেপ্টেম্বর মাসে দ্বিতীয় দফা নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

তবে বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের ছোট দলগুলো এ নির্বাচনে বড় ভূমিকা পালন করবে। আজকের নির্বাচনে প্রায় ৬০ লাখ মানুষ ভোট দেবেন বলে মনে করা হচ্ছে।

নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর স্থানীয় সময় রাত দশটার দিকে কোয়ালিসন সরকারে কারা থাকছেন সে ব্যাপারে একটি ধারণা পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত