আফ্রিদি হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৭

সম্প্রতি আফ্রিদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায়। সেখান থেকে দেশটির সামাজিক মাধ্যমে শুরু হয় জল্পনা।

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি কী পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?

টুইটারে কেউ বলছে, ইমরানের ক্ষমতা গেলে কি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শহীদ আফ্রিদি।

কেউ লিখছেন, আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তৈরি হচ্ছেন কি শাহিদ আফ্রিদি! কেউ আবার আরও এক কাঠি ওপরে গিয়ে লিখেছেন, ইনি প্রধানমন্ত্রী হলে মোদির মুখে আজাদ কাশ্মীর ছুঁড়ে মারবেন।

কাশ্মীর ইস্যু নিয়ে অনেক আগে থেকেই সরব আফ্রিদি। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মত তিনিও ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলেন।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক কাশ্মীরের সমস্যার সমাধানে বিশ্বের সব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান।

সূত্র: এএনআই, খালিজ টাইমস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত