বাস চালাবে এবার সৌদি নারীরা

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৮

পুরুষদের পাশাপাশি সৌদি নারীদের বাসচালক হিসাবে নিয়োগ দিচ্ছে সে দেশের সরকার। শুধুমাত্র যোগ্য নারীদের বাসচালক পদে নিয়োগ দেয়া হবে।

জানা যায়, সরকারি স্কুলগুলোতে বাসচালক হিসাবে নারীদের নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণ্লয়ের অধীনে পরিচালিত একটি কোম্পানি একাধিক স্কুলের সঙ্গে চুক্তিও স্বাক্ষর করেছে। 

চুক্তিতে বলা হয়েছে, চাকরির জন্য যে সকল শর্ত প্রয্যেজ্য তা পূরণ করতে পারলে নারীরাও বাসচালক হিসাবে নিয়োগ পাবেন।

নিয়োগের শর্তসমূহ হচ্ছে: প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৬০য়ের মধ্যে। তাদের সরকারি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, কোনো রকম অপরাধ তৎপরতার সঙ্গে জড়িত নন এমন সার্টিফিকেট দিতে হবে। সবশেষে তাদের মেডিকেল পরীক্ষায় পাস করতে হবে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশকে আরো আধুনিক হিসাবে গড়ে তুলতে যে সকল কর্মকাণ্ড হাতে নিয়েছেন তার মধ্যে নারীদের গাড়ি চালানোর অধিকার অন্যতম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত