ইতালিতে জায়গা মিলেছে ৮২ অভিবাসীর

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৭

ছয়দিন পর ভাসমান ৮২ অভিবাসীকে উদ্ধার করে লাম্পেদোসা দ্বীপে নামতে দিল ইতালির সরকার।

ইতালির পররাষ্ট্র মন্ত্রী দেশটির টেলিভিশনে বলেছেন, একটা নিরাপদ বন্দর ঠিক করা হয়েছে কারণ ইউরোপীয় ইউনিয়ন আমাদের অনুরোধ রেখে বেশির ভাগ অভিবাসী নিতে রাজি হয়েছে।

তবে অনেকে মনে করছেন যে, অভিবাসীদের প্রতি এই আচরণের পরিবর্তনের সাথে দেশটিতে যে নতুন জোট করা হয়েছে তার সম্পর্ক আছে।

এর আগে দাতব্য সংস্থাগুলো পরিচালিত অভিবাসীদের উদ্ধারকারী জাহাজগুলোকে নিয়ম করে বন্দরে আটকে দেয়া হতো।

এদিকে ফ্রান্সের স্বরাট্রমন্ত্রী বলেছেন, একটা ইউরোপিয়ান চুক্তি হয়েছে ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল এবং লুক্সেমবার্গে মধ্যে যার ফলে দরকার হলে তাদেরকে তীরে আসতে দেয়া হবে।

ভবিষ্যতে ঐ চুক্তি অনুযায়ী তার দেশ ইটালি থেকে ২৫% উদ্ধার করা অভিবাসী নেবে বলে জানিয়েছে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত