বন্ধ হয়ে গেল মার্কিন পত্রিকা ‘এক্সপ্রেস’

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৪

১৬ বছরের পুরনো সংবাদপত্র ‘এক্সপ্রেস’ মূলত মার্কিন গণমাধ্যম প্রতিষ্ঠান দ্য ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে প্রকাশ করা হতো। এই সংবাদপত্রটি অনলাইনের দাপটে বন্ধ হয়ে গেছে।

ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, সংবাদপত্রটির আর্থিক অবস্থা খারাপ হওয়ায় এটি বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও আর্থিক ক্ষতির সঠিক পরিমাণ প্রকাশ করা হয়নি।

২০০৭ সালে পত্রিকাটির অবস্থা সবচেয়ে ভালো ছিল তখন এটি ১ লাখ ৯০ হাজার মানুষের কাছে সরবরাহ করা হতো। কিন্তু সম্প্রতি এর সরবরাহ অনেক কমে এসেছে।

এক্সপ্রেস সংবাদপত্রটি সপ্তাহের কাজের দিনগুলোতে প্রকাশ করা হতো। শহরের মেট্রোতে যারা চড়তেন তাঁরা এই পত্রিকাটি বিনামূল্যে পেতেন। এতে অন্যান্য সংবাদের পাশাপাশি ওয়াশিংটন পোস্টের বিভিন্ন সংবাদ ও ফিচার থাকত।

মেট্রোতে এখন ওয়াইফাই সুবিধা থাকায় যাত্রীরা তাদের স্মার্টফোনেই বিভিন্ন সংবাদ এবং ফিচার পড়েন।  এ কারণে এক্সপ্রেসের কদর কমে গেছে। আর শেষ পর্যন্ত এটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত