ধর্মঘটে অচল ফ্রান্স

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২১

পেনশন সংস্কারের বিরুদ্ধে পরিবহন কর্মীদের ধর্মঘটে অচলাবস্থা চলছে ফ্রান্সে। অন্যান্য সেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি সেখানে বন্ধ আছে ১৬টি মেট্রো লাইন।

১৬টি মেট্রো লাইন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ফ্রান্সের নাগরিকেরা। পায়ে হেঁটে কিংবা সাইকেলে চড়ে গন্তব্যে পৌছাতে হচ্ছে তাদের। কয়েকটি মেট্রো চললেও সেখানে ভিড় বেড়ে জটের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সার্বজনীন পেনশন চালুর পরিকল্পনার বিরুদ্ধে ফ্রান্সে ২০০৭ সালের পর এটিই সবচেয়ে বড় ধর্মঘট কর্মসূচি।

মেট্রো কর্মীদের আন্দোলনের পাশাপাশি আগামী সোমবার থেকে আইনজীবী, বিমানকর্মী ও চিকিৎসকেরাও ধর্মঘটের ডাক দিয়েছে।

পেনশনের নতুন নিয়ম অনু্যায়ী, কর্মীরা নির্ধারিত সময়ের আগে অবসরে যেতে পারবেন না। সেক্ষেত্রে, কেউ অবসরে গেলে পেনশন কম পাবেন, থাবকেনা বেশ কিছু সুযোগ সুবিধাও। ফ্রান্সে মেট্রো কর্মীরা গড়ে ৫৫ বছরে এবং অন্যান্য পেশার কর্মীরা ৬৩ বছরে অবসর নেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত