ড্রোন হামলায় সৌদি তেলক্ষেত্রে আগুন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৩

ড্রোন হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়াত্ত কোম্পানি অ্যারামকোর দুইটি তেলক্ষেত্রে আগুন ধরে যায়। পরে অবশ্য তা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, শনিবার আবকাইক ও খুরাইস প্রদেশে অবস্থিত ‘সৌদি অ্যারামকো ফ্যাক্টোরিস’র তেলক্ষেত্র দুইটিতে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

তবে এই ড্রোন হামলার পেছনে কাদের হাত রয়েছে তা স্পষ্ট ভাবে জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রয়টার্স জানিয়েছে, আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো নিশ্চিত হয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে অ্যারামকো কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতেও রাজি হয়নি।

আবকাইক তেলক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদিত হয়। এর আগে ২০০৬ সালে আল কায়দা আবকাইক তেলক্ষেত্রে হামলা চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিল।

তবে এই হামলায় ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরই সন্দেহের চোখে দেঝা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত