হোয়াইট হাউসের বার্তা কপি করতে স্ক্যানার বসিয়েছে ইসরাইল

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন ও সরকারি দফতর হোয়াইট হাউসের আশপাশের ফোনের আলাপ ও বার্তা কপি করায় সক্ষম এমন স্ক্যানার বসিয়েছে ইসরাইল।

১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাতে এক রিপোর্টে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মার্কিন ম্যাগাজিন পলিটিকো।

২০১৭ সালে এটি আবিষ্কার করা হয়েছিল বলে জানিয়েছে পলিটিকো।

জাতীয় নিরাপত্তা দফতরের সাবেক কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এফবিআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থার করা ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে এতে ইসরাইলি এজেন্টদের জড়িত থাকার তথ্য মেলে।

এক কর্মকর্তা জানান, ‘এর মাধ্যমে সম্ভবত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ঘনিষ্ঠ মিত্র ও সহযোগীদের টার্গেট করা হয়েছে।’

ইসরাইলের এ প্রচেষ্টা সফল হয়েছে কিনা তা স্পষ্ট নয় বলে জানিয়েছে পলিটিকো। তবে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘যুক্তরাষ্ট্রে কোন ধরনের নজরদারি মিশন চালায়নি ইসরাইল।’

সূত্র: মার্কিন ম্যাগাজিন পলিটিকো

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত