x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ৩১৬৩ জন, মৃত ৩৩ জন
  •  অবশেষে সাতক্ষীরায় র‍্যাবের হাতে আটক রিজেন্ট কেলেংকারীর লিজেন্ড সাহেদ
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৫ লাখ ৭৫ হাজার, আক্রান্ত ১ কোটি ৩২ লাখেরও বেশি
  •  নিউইয়র্কে নিজ এপার্ট্মেন্ট থেকে পাঠাও উদ্যোক্তা ফাহিমে সালেহর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
  •  বিশ্ববাজারে বাড়ছে চায়ের দাম, দেশে ক্রেতা নেই

কড়া সমালোচনার মুখে পাকিস্তান

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৪

বিদেশি বিনিয়োগ টানতে বাণিজ্য সম্মেলনে ‘বেলি ড্যান্স’ এর আয়োজন করায় পাকিস্তানকে কড়া সমালোচনা করছে ভারতীয় মিডিয়া।

আজারবাইজানে একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল ‘সরহদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’। এই সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের নামকরা উদ্যোক্তারা। আর এই উদ্যোক্তাদের মনোরঞ্জনের জন্য সেখানে ‘বেলি ড্যান্স’-এর আয়োজন করা হয়।

বাণিজ্য সম্মেলনে এই ‘বেলি ড্যান্স’ এর দু-একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অনেকেই এই ঘটনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ‘নয়া পাকিস্তান’ বলেও বিদ্রুপ করেছেন।

পাকিস্তানের এই অভিনব পদ্ধতির সমালোচনা শুধু ভারত বা পাকিস্তানেই নয়, যার চর্চা বিশ্বজুড়েই চলছে। কেউ লিখছেন, যখন দেশের অর্থনীতি তলানিতে, তখন বিনিয়োগ সম্মেলনে নাচ দেখিয়ে বিনিয়োগ আনার চেষ্টা করা হচ্ছে। অনেকে আবার এও বলেছেন, বিনিয়োগের আগেই বিনিয়োগ সম্মেলনে যে খরচ হয়ে গেল, তাতে পাকিস্তানের অর্থনীতি আরও চাপে পড়ে যাবে। 

সূত্র : ইন্ডিয়া টুডে ও জি নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত