ডেঙ্গুতে নাকাল ফিলিপানও; আক্রান্ত আড়াই লাখ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৭

ফিলিপাইনে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মারা গিয়েছেন ১ হাজার ২১ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে।

চীনা সংবাদ মাধ্যম সিনহুয়াকে ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি এনরিক ডোমিনগো বলেন, ‘চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু রোগে মৃতের সংখ্যা ১০২১। এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। গত বছর এ সংখ্যা ছিল ৬২২ জন।’

তিনি বলেন, ‘মারা যাওয়া ১০২১ জনের মধ্যে ৪০ শতাংশই হচ্ছে শিশু, যাদের বয়স ৫ থেকে ৯ বছরের মধ্যে।’ স্বাস্থ্য বিভাগের হিসাব মতে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৩৩২। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ১৯ হাজার ২২৪।

উল্লেখ্য, ৬ আগস্ট ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করলে একে 'জাতীয় মহামারী' হিসেবে ঘোষণা করে ফিলিপাইন। 

আগস্টে মহামারীর ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ফ্রানসিস্কো দুকু বলেন, 'সারা দেশে মহামারী ঘোষণার কারণ হলো, যেন কোন এলাকায় সাহায্য বেশি দরকার সেটি চিহ্নিত করা যায়। স্থানীয় সরকার বিষয়ক ইউনিটগুলোকে সক্রিয় করা দরকার যাতে করে মহামারী চলাকালে জরুরি তহবিল ব্যবহার করা যায়।'

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত