'একটু আগে মারা যাওয়া গরম দেহ কখনো কাটিনি'

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩২

মোতরেব: একটি ব্যাগে লাশ ঢোকানো সম্ভব?

আল-তুবেগি: না। অনেক ভারী। লম্বাও অনেক। আসলে আমি সবসময় নিস্তেজ দেহ নিয়ে কাজ করেছি। জানি সেগুলো কীভাবে ভালো করে কাটতে হয়। একটু আগে মারা যাওয়া গরম দেহ কখনো কাটিনি। কিন্তু এটাও সহজে পারব। যখন লাশ কাটি তখন সাধারণত ইয়ারফোন দিয়ে গান শুনতে থাকি। একই সঙ্গে কফি আর সিগারেট খেতে থাকি।

এমন ভয়ংকর এক কথোপকথন প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ। কথাগুলো খুব বেশিদিন পুরনো নয়। ২০১৮ সালের ২ অক্টোবর, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি কনস্যুলেটে হিট স্কোয়াডের দুই জন সদস্যের আলাপ এইসব। 

ব্যক্তিগত কিছু জটিলতা মেটাতে সেদিন সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন সৌদি সরকারের এই কড়া সমালোচক। সেদিন থেকেই নিখোঁজ হন তিনি।

তুরস্ক সরকার এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করলেও সৌদি সরকার প্রথমে তা অস্বীকার করে। তারপর তুরস্ক কর্তৃপক্ষের বিভিন্ন তথ্য প্রকাশ ও আন্তর্জাতিক চাপের মুখে সৌদিকে স্বীকার করতেই হয়। তবে সৌদি যুবরাজ সালমানের জড়িত থাকার বিষয়টি তারা অস্বীকার করে আসছে।

তুরস্ক কর্তৃক ফাঁস হওয়া এই কথোপকথনে জানা যায়, কনস্যুলেটে ঢোকার পরই হিট স্কোয়াডের প্রধান মাহের আবদুল আজিজ মোতরেব খাশোগিকে বলেন, ‘আমাদের কথা মতো কাজ করলে কোনো ক্ষতি করা হবে না।’

রিয়াদে ছেলেকে ফোন করে ‘নিরাপদে আছি’ বলতেও বলা হয়। কিন্তু খাশোগি সেটি বলতে চাননি। তখন তিনি প্রশ্ন করেন, ‘তোমরা কি আমাকে খুন করবে? শ্বাসরোধ করে মারবে?’

সবকিছু বোঝার পরও খাশোগি নিজেকে শান্ত রাখার চেষ্টা করেন। মোতরেব হিট স্কোয়াডের পাঁচজনকে নির্দেশ দেন, নাইলন ব্যাগ দিয়ে শ্বাসরোধ করতে। তখন খাশোগি বলেন, ‘আমার মুখ ঢেকো না। অ্যাজমা আছে।’

খুনিদের সঙ্গে খাশোগি পাঁচ মিনিট লড়াই করেন। এরপর নিথর হয়ে যান। করাত দিয়ে খাশোগির দেহ খণ্ডবিখণ্ড করেন ডাক্তার তুবেগি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত