অস্ট্রেলিয়ায় দাবানল, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১০

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় সেখান থেকে শত শত বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনীর কর্মীরা।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কুইন্সল্যান্ডে দাবানলের মৌসুমটা খুব বাজেভাবেই শুরু হয়েছে এবার। অন্যদিকে মঙ্গলবার নিউ সাউথ ওয়ালস অঙ্গরাজ্যের পাশে ৪০টি জায়গায় দাবানলে ১ লাখ হেক্টর এলাকা পুড়ে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে প্রায় ১২টির মতো ঘর-বাড়ি পুড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেছেন তারা।

দাবানল খুব দ্রুত ছড়িয়ে পড়ায় কুইন্সল্যান্ডের ৪০০ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে না এলে হয়তো আরও বাসিন্দাকে সরিয়ে নেয়া হবে। জলবায়ু পরিবর্তনের কারণে অস্ট্রেলিয়া বর্তমানে ভয়াবহ সব দাবানলের সম্মুখীন হচ্ছে। 

সূত্র-বিবিসি