জোহানেসবার্গের মসজিদে হামলা, আহত ১৬

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মসজিদে পেট্রোল বোমা হামলায় অন্তত ১৬ মুসল্লি আহত হয়েছেন। এছাড়া গত কয়েকদিনে ভাঙচুর অগ্নিসংযোগে দেড় হাজার বাংলাদেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বর্ণবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেয়া নেলসন ম্যানেডলার দেশে ১০ দিন ধরেই এমন অভিবাসী বিদ্বেষী তাণ্ডবের শিকার বাংলাদেশিসহ বিদেশি ব্যবসায়ী-উদ্যোক্তারা।

রাজধানী প্রিটোরিয়া থেকে শুরু হয়ে তাণ্ডব ছড়িয়ে পড়েছে জোহানেসবার্গের অলিগলিতে। অন্তত ২শ দোকান এবং ১শ গাড়ি পুড়িয়ে দেয় অভিবাসন বিদ্বেষীরা। হামলা ও লুটপাটের শিকার হন ৫শর বেশি বাংলাদেশিসহ অনেক অভিবাসী।

অভিবাসী বিদ্বেষী হামলায় নিঃস্ব ব্যবসায়ীদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র খুলেছেন কমিউনিটি নেতারা। ফোর্ডসবার্গ, কার্ণিভাল সিটি ও বক্সবার্গ এলাকার ৩টি সেফ হোমে অস্থায়ীভাবে ঠাঁই নিয়েছেন অন্তত ১২০ বাংলাদেশি ব্যবসায়ী।

দক্ষিণ আফ্রিকা পুলিশ লিওনার্ড হেলাথি বলেন, 'স্থানীয়দের প্রতি আহ্বান, বিশৃঙ্খলা থামান। যারা এসব করছে তাদের বিরুদ্ধে অভিযান শুরুর সিদ্ধান্ত হয়েছে। সংঘাত সৃষ্টিকারীদের তথ্য দিয়ে সহায়তা করুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত