এবার ব্রিটিশ পার্লামেন্ট স্পিকারের পদত্যাগ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৫

ব্রিটেনে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এবার পদত্যাগের ঘোষণা মেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসের স্পিকার জন বার্কো।

৯ সেপ্টেম্বর (সোমবার) ব্রিটিশ পার্লামেন্ট ৫ সপ্তাহের জন্য মুলতবি হওয়ার আগে নিজের পদত্যাগের ঘোষণা দেন স্পিকার জন বার্কো।

আগাম নির্বাচন যদি হয় কিংবা ব্রেক্সিট কার্যকর হওয়ার দিন (৩১ অক্টোবর) তিনি স্পিকারের পদ ছাড়বেন। এমনকি এমপি পদ থেকেও সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন।

সংসদে এক বক্তৃতায় বার্কো বলেন, তার ১০ বছরের মেয়াদ শেষ হতে যাচ্ছে এবং এই দায়িত্বকে ‘সর্বোচ্চ সম্মান ও সুযোগ’ বলেও আখ্যায়িত করেন তিনি। বার্কো ২০০৯ সালে স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তবে সম্প্রতি ব্রেক্সিটপন্থীদের কঠোর সমালোচনার মুখোমুখি হয়েছেন এই স্পিকার। এছাড়াও হাউস অব কমন্সে হুমকি ও হয়রানির অভিযোগ নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা না রাখায় সমালোচিত হয়েছেন তিনি। অবশেষে ব্রেক্সিট সঙ্কটের অন্তিম মুহূর্তে তিনি পদত্যাগের ঘোষণা দিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত