ব্রেক্সিট নিয়ে অস্থিরতার মধ্যেই আরেক মন্ত্রীর পদত্যাগ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৬

ব্রিটেনে ব্রেক্সিট ইস্যু নিয়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশটির মন্ত্রিসভা থেকে পদত্যাগে করছেন চাকরি ও অবসরভাতা বিষয়ক মন্ত্রী অ্যাম্বার রুড।

ক্ষমতাসীন দলের ২১ এমপি'কে করার প্রতিবাদে অ্যাম্বার রুড পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। এরআগে ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটিতে হেরে যান প্রধানমন্ত্রী বরিস জনসন। তার প্রেক্ষিতে চুক্তিবিহীন ব্রেক্সিট ঠেকাতে কনজারভেটিভ দলের ২১ এমপিকে বরখাস্ত করা হয়।

অ্যাম্বার রুডের পদত্যগের বিষয়ে কনজারভেটিভ দলের চিফ হুইপ জানান, কনজারভেটিভ দলের মধ্যপন্থী এমপিদের বহিষ্কার করা হয়েছে। এ অবস্থায় তিনি বরিসের মন্ত্রী সভায় থাকতে পারেন না। তিনি ২১ এমপিকে বরখাস্তের ঘটনাকে 'শালীনতা ও গণতন্ত্রের উপর আক্রমণ' হিসেবে বর্ণনা করেছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের বিষয়ে কথা বলেছেন অ্যাম্বার রুড। তিনি বলেন, আমি ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। কনজারভেটিভ দলের হুইপের কাছে আত্মসমর্পণ করেছি। কেননা আমি কনজারভেটিভ দলের এমপিদের এভাবে বহিষ্কার করার বিষয়টি মেনে নিতে পারিনি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত