কাশ্মীরে দুই শতাধিক জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৪

কাশ্মীরের ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এদিকে পাকিস্তান থেকে ভারতে দুই শতাধিক জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছে বলে জানান ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

সীমান্ত এলাকা দিয়ে উপত্যকায় হিংসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ইসলামাবাদ, এমন অভিযোগও করছেন তিনি।

দোভাল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় ২৩০ জঙ্গি কাশ্মীরের বিভিন্ন জায়গায় অনুপ্রবেশ করতে প্রস্তুত হয়ে রয়েছে। এদিকে সেনা সদস্যরাও জানিয়েছেন, ইতোমধ্যেই কিছু জঙ্গি নিরাপত্তা বাহিনীর হাতে ধরাও পড়েছে।

এদিকে বিপুল পরিমাণে অস্ত্র চোরাচালান হচ্ছে এবং কাশ্মীরের মানুষকে সমস্যা তৈরি করার জন্যে উসকে দেওয়া হচ্ছে।

নিরাপত্তার স্বার্থেই কাশ্মীর উপত্যকার কিছু অংশে এখনও বিধিনিষেধ জারি রয়েছে। এখনও বন্ধ রয়েছে কারণ এগুলোই অশান্তি ছড়াতে ব্যবহার করা হতে পারে বলে মনে করেন অজিত দোভাল।

তবে পাকিস্তান তাদের মাটিতে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং তাদের প্রশিক্ষণ দিচ্ছে, অস্ত্রশস্ত্রের জোগান দিয়ে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে বলে ভারত যে অভিযোগ করছে তা অস্বীকার করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত