ইরানি তেলট্যাংকারকে কালোতালিকাভুক্ত যুক্তরাষ্ট্রের, অখিলেশকে নিষেধাজ্ঞা

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫২

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে থাকা ইরানি তেলট্যাংকার আদ্রিয়ান দরইয়াকে কালোতালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। এছাড়া এটির ক্যাপ্টেন অখিলেশ কুমারের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও তেলট্যাংকারটির আগের নাম ছিল গ্রেইস-১।

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়ায় তেল বহন করে নিয়ে যাওয়ার অভিযোগে জাবাল আল-তারিক প্রণালীতে জাহাজটিকে জব্দ করেছিল ব্রিটেনের নৌবাহিনী। পরবর্তী সময়ে জাহাজটি সিরিয়ায় যাবে না বলে প্রতিশ্রুতি দিলে সেটিকে ছেড়ে দেয়া হয়েছে।

অর্থমন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি সিগাল ম্যান্ডেলকার এক বিবৃতিতে বলেন, ‘আদ্রিয়ান দরইয়ার মতো নৌযান বিপুল পরিমাণ তেল বহনে সক্ষম। রাষ্ট্রের জঘন্য তৎপরতা ও সন্ত্রাসবাদের প্রচারের তহবিলের জন্য অবৈধভাবে তেল বিক্রি করছে এই তেলট্যাংকার।’

তিনি বলেন, ‘আদ্রিয়ান দরইয়ায় যারা সমর্থন দেবেন, তাদের নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে। সন্ত্রাসবিরোধী নির্দেশনার অধীন একটি নিষিদ্ধ সম্পদ।’

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে যুক্তরাষ্ট্র।

তুরস্ক বলছে, বেশ কয়েকবার গতি পরিবর্তন করে ট্যাংকারটি লেবাননের জলপথের দিকে যাচ্ছে। যদিও বৈরুত বলছে, তারা এ বিষয়ে কিছু জানে না।

খবর-বার্তা সংস্থা রয়টার্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত