সুদানে বন্যায় নিহত ৬২

প্রকাশ : ২৭ আগস্ট ২০১৯, ১৩:০৮

প্রবল বৃষ্টিপাত ও বন্যায় আফ্রিকার দেশ সুদানে এখন পর্যন্ত মারা গিয়েছে অন্তত ৬২ জন।

সুদানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, জুলাইয়ের প্রথমদিকে বৃষ্টির প্রভাবে দেশটিতে বন্যা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।

জানা যায়, দেশটির ১৫টি রাজ্যের প্রায় ২ লাখ মানুষ বন্যাক্রান্ত হয়েছে। দক্ষিণাঞ্চলের হোয়াইট নীল রাজ্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

বন্যার ৬২ জন মানুষ মারা যাবার পাশাপাশি ৩৭ হাজার বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকায় নতুন এলাকাতে বন্যার পানি ঢুকে পড়তে পারে বলে জানিয়েছে সুদানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

অক্টোবরের শেষ পর্যন্ত দেশটিতে বর্ষাকাল থাকবে বলে জানা গিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত