সৌদির বিমানবন্দরে ফের হুথিদের ড্রোন হামলা

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৯, ১৬:১৫

সৌদি আরবের জিজান আন্তর্জাতিক বিমানবন্দরে আচমকা ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত বিদ্রোহী সেনারা।

২৫ আগস্ট (রবিবার) শিয়াপন্থি এই বিদ্রোহীদের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করা হয়।

হুথি বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, সৌদির জিজান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে স্বল্প পাল্লার অন্তত ১০টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে ডজন খানেক হতাহতের ঘটনাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, সৌদি সমর্থিত সেনা সদস্যদের চালানো আগ্রাসনের জবাব হিসেবে এই হামলাটি চালানো হয়েছে। রিয়াদ যদি এর পরও ইয়েমেনিদের ওপর তাদের বর্বর হামলা অব্যাহত রাখে তাহলে অদূর ভবিষ্যতে আরও কঠিন জবাব দেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত