অ্যামাজন বাঁচাতে ৪৪ হাজার সেনা মোতায়েন

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৯, ১৪:৩৮

দেরীতে হলেও টনক নড়েছে ব্রাজিল সরকারের। বিশ্বব্যাপী পরিবেশবাদীদের চাপের মুখে শেষ পর্যন্ত অ্যামাজন রক্ষার্থে প্রায় ৪৪ হাজার সেনা মোতায়েন করেছে ব্রাজিল সরকার।

শেষ খবর অনুযায়ী, অ্যামাজন বলে লাগা আগুন নেভাতে প্রাণপন চেষ্টা করছে ব্রাজিলের সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী।

তিনি জানান, অ্যামাজন ঘেঁষা ছয়টি প্রদেশে ৪৪ হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় সরকারকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সেনাবাহিনীর দুটি হারকিউলিস সি-১৩০ বিমান যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভাতে শুরু করে দিয়েছে।  বিমান দুটি থেকে ৩ হাজার ১৭০ গ্যালন পানি ফেলা হচ্ছে।  আমাজনের আগুনে অন্যতম ক্ষতিগ্রস্ত পোর্তো ভেলহোতে পাঠানো হয়েছে ৭০০ সেনা।

এরআগে, আন্তর্জাতিক চাপের মুখে গত শনিবার বনের আগুন নেভাতে সেনা মোতায়েনের কথা জানিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত