১৯৩ নিরাপত্তা ক্রটি সারাবে অ্যান্ড্রয়েড ১০

প্রকাশ : ২৫ আগস্ট ২০১৯, ১৮:২৬

বিপদমুক্ত থাকতে চাইলে অ্যান্ডয়েড ১০ ইন্সটলের কোনো বিকল্প নেই। তবে প্রতিটি ডিভাইসে অ্যান্ড্রয়েড ১০ পৌঁছাতে বেশ সময় লাগবে। অ্যান্ড্রয়েড ১০ এর মাধ্যমে নিরাপত্তা ত্রুটিগুলো বন্ধ করা হবে।

অ্যান্ড্রয়েডের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট সামির সামাট জানিয়েছেন, ২৫০ কোটি ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ১০ সংস্করণের মাধ্যমে পরিবর্তন ‌আনার সময় হয়েছে। অ্যান্ড্রয়েডের ১৯৩ নিরাপত্তা ত্রুটি নিয়েও কথা বলতে হবে। গুগল নিশ্চিত করেছে, নিরাপত্তা ছিদ্রগুলো অ্যান্ড্রয়েড ১০ উন্মোচনের মাধ্যমে বন্ধ করা হবে।

নিরাপত্তা ত্রুটি আছে এমন কয়েকটি ক্যাটেগরি হলো রিমোট কোড এক্সিকিউশন, ইনফরমেশন ডিসক্লোজার ও ডিনায়াল অব সার্ভিস। যদিও এই নিরাপত্তা ত্রুটিগুলো ভেদ করে কোনো ডিভাইস হ্যাক করার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে গুগল।

নতুন অপারেটিং সিস্টেমটিতে ডার্ক মোড ফিচার থাকবে। অ্যাপগুলোর লোকেশন ট্র্যাক করার ক্ষমতাও কমিয়ে আনা হবে নতুন ওএসটির মাধ্যমে। শুধু মাত্র চালু থাকা অবস্থাতেই ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করতে পারবে অ্যাপগুলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত