মেক্সিকোয় সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশ : ২৫ আগস্ট ২০১৯, ১৬:১৯

মেক্সিকোয় ছুরিকাঘাতে এক সংবাদকর্মীকে হত্যা করা হয়েছে। চলতি বছর এ নিয়ে দেশটিতে অন্তত ১০ সংবাদ কর্মীকে হত্যা করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) কর্তৃপক্ষের পাঠানো বিবৃতির বরাতে এই সাংবাদিক হত্যার বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যম 'দ্য টাইমস নাউ'।

জানা যায়, 'তেজুপিলকো' নামে স্থানীয় একটি নিউজ এজেন্সির প্রধান কন্ডেস জারামিলোর (৪২) মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে নিহতের শরীরে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাত পাওয়া যায়।

ইতিমধ্যে এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণে অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত কাজ শুরু করেছে প্রশাসন।

নিহত সাংবাদিকের স্বজনরা জানিয়েছেন গত বছরের জুন ও নভেম্বরে কন্ডেস জারামিলোকে অজ্ঞাত স্থান থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

বিশ্লেষকদের ধারণা, আরএসএফ যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া ও আফগানিস্তানের পাশাপাশি মেক্সিকোকেও গণমাধ্যম কর্মীদের জন্যে সবচেয়ে বিপদজনক স্থান হিসেবে বিবেচনা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত