হংকংয়ে বিক্ষোভ-সংঘর্ষ, আটক ২৯

প্রকাশ : ২৫ আগস্ট ২০১৯, ১৫:৩১

চলমান সরকার বিরোধী বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠছে হংকং। এবার সড়কে আগত সেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে পুলিশ।

২৪ আগস্ট (শনিবার) স্থানীয় সময় দিবাগত রাতভর চলা এই অভিযানে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২৯ জনকে আটক করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

ব্রিটিশ বার্তা সংস্থা 'রয়টার্সে'র প্রতিবেদনে জানান হয়, দেশটির কাউলুন উপদ্বীপের পূর্বাঞ্চলীয় ঘনবসতিপূর্ণ কয়ুন টং শিল্পাঞ্চলে শনিবার গোটা রাত বিক্ষোভ চলে।

পরবর্তীতে সড়কে বিক্ষোভরত জনতা পুলিশের দিকে মলোটোভ ককটেল ও ইট-পাটকেল ছুড়তে শুরু করে; ঘটনার এক পর্যায়ে তারা এলাকার সকল সিসি ক্যামেরা সম্বলিত 'স্মার্ট' ল্যাম্পপোস্টগুলোকে ভেঙে ফেলে। মূলত এর পরপরই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।

আয়োজকদের দাবি, বিক্ষোভকারীরা 'আমাকে গণতন্ত্র দাও অথবা মৃত্যু দাও' স্লোগানকে দেয়ালে লিখে এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে চীনপন্থি শাসক ক্যারি ল্যামের বিরুদ্ধে সড়কে বিক্ষোভ করতে থাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত