যুক্তরাষ্ট্রে ই-সিগারেটে প্রথম প্রাণহানি

প্রকাশ : ২৪ আগস্ট ২০১৯, ১৮:২৮

যুক্তরাষ্ট্রে ই-সিগারেট পানের কারণেই ইলিনয় অঙ্গরাজ্যে এক যুবক শ্বাসযন্ত্রের জটিল রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানান দেশটির কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি ফুসফুসজনিত রোগে যারা আক্রান্ত হচ্ছেন তাদের সঙ্গে ই-সিগারেট পানের সম্পর্ক আছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা।

আটলান্টাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটির পরিচালক রবার্ট রেডফিল্ড বলেন, গোটা যুক্তরাষ্ট্রে ই-সিগারেটের কারণে মারাত্মক ফুসফুস-সংক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তাতে প্রথম একজনের মৃত্যুর খবর পেয়ে আমরা বেদনাহত।

জানা যায়, যুক্তরাষ্ট্রে অন্তত ১৯৩ জন মারাত্মক ফুসফুসজনিত রোগে ভুগছেন। যারা এই রোগে আক্রান্ত হয়েছেন ই-সিগারেট পানের কারণে। এই ১৯৩ জনের মধ্যে ২২ জনই ইলিনয় অঙ্গরাজ্যের।

তবে ক্রমাগত এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়তে থাকলে তা সত্যিই উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়াবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত