আবারও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

প্রকাশ : ২৪ আগস্ট ২০১৯, ১৪:২০

আবারও দুটি স্বল্প-মাত্রার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এই তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ায় সেনাবাহিনী।

শনিবার (২৪ আগস্ট) জাপান সাগরে এই দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, শনিবার ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি এর আগে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলোর মতো। এ নিয়ে গত কয়েক সপ্তাহে সপ্তমবারের মতো জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া।

এদিকে, মার্কিন প্রশাসনের অপর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি আমরা জানি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পাশাপাশি আমাদের মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ নিয়ে কথাও বলছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত