জি-৭ সম্মেলন শুরু আজ

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ১১:০২

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংস্থা গ্রুপ অব সেভেন (জি-৭) এর ৪৫ তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার (২৪ আগস্ট) ফ্রান্সের বায়ারিতজ শহরে দুই দিন ব্যাপী সম্মেলন শুরু হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ বিশ্বের নেতৃবৃন্দ ফ্রান্সে গিয়েছেন। এবারের সম্মেলনে বৈষম্য এবং জলবায়ু ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

তবে সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে অস্বস্তি আছে। তিনি সম্মেলনকে কোনদিকে নিয়ে যাবেন তা দেখার অপেক্ষায় বিশ্ব।

তিনি জি-৭ জোটে রাশিয়াকে ফের অন্তর্ভূক্তির দাবি তুলতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আর এতে মার্কিন মিত্রদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হতে পারে।

জি-৭ এর সদস্য দেশগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্য।