সুদানে নতুন প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক

প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ১৩:০৭

সুদানে নতুন প্রধানমন্ত্রী হিসেবে আবদাল্লা হামদোককে মনোনয়ন করা হয়েছে। আগামী তিন বছর তিন মাস অর্থাৎ পরবর্তী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি।

সম্প্রতি সামরিক বাহিনী ও আন্দোলনকারীদের অংশগ্রহণে নতুন স্বাধীন কাউন্সিল গঠিত হয়। এই কাউন্সিল নতুন প্রধানমন্ত্রী হিসেবে হামদোককে নির্বাচন করেছে।

প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর হামদোক বলেন, শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সংকট দূর করাই তার প্রথম চ্যালেঞ্জ। দেশটিতে কয়েক মাস সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। অনেক বিক্ষোভকারী প্রাণ হারাণ। বিক্ষোভের ধারাবাহিতায় ৩০ বছরের শাসক ওমর আল বশির ক্ষমতাচ্যুত হন। বর্তমানে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে।

ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া হামদোক মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার ইউনিভার্সিটির স্কুল অফ ইকোনমিক স্টাডিজ থেকে অর্থনীতিতে পিএইচডি এবং এমএ করেছেন এবং এর আগে খার্তুম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত