গ্রীসে ওয়েস্ট নীল ভাইরাস সংক্রমণে নিহত ১০

প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ১২:২৫

গ্রীসে মশার কামড়ের মাধ্যমে ওয়েস্ট নীল ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। জাতীয় পাবলিক হেলথ অর্গানাইজেশনের (ইওডিওয়াই) এক বিবৃতিতে বৃহস্পতিবার (২২ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, এই ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছেন বৃদ্ধরা।  গত সপ্তাহে  ৪ জন নিহত হলে টনক নড়ে গ্রীসের পাবলিক হেলথ অর্গানাইজেশনের। এখন পর্যন্ত এর কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তবে এই ভাইরাস আক্রান্ত হলে বেশিরভাগ রোগী সাধারণত অসুস্থ বোধ করেন না।

বিশেষজ্ঞরা বলছেন, অপর্যাপ্ত মশার নিয়ন্ত্রণ কর্মসূচির গ্রহণের কারণে এমন হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত