ভারতের সঙ্গে কথা বলতে পাকিস্তান আগ্রহী নয়: ইমরান খান

প্রকাশ : ২২ আগস্ট ২০১৯, ১৯:৪৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বললেন, ‘ভারতের সঙ্গে কথা বলতে আর পাকিস্তান আগ্রহী নয়। ভারতের সঙ্গে কথা বলার মতো কিছু নেই। আমি আলোচনার সব চেষ্টাই করেছি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, যখন আমি পেছনের দিকে ফিরে তাকাই দেখি তারা সেসব শান্তি আলোচনার প্রস্তাবকে নিজেদের আত্মতুষ্টি হিসেবে নিয়েছেন।’

গতকাল ২১ আগস্ট (বুধবার) যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেছেন ইমরান খান। রাজধানী ইসলামাবাদে নিজের অফিসে ইমরান খানের সাক্ষাৎকার নিয়েছেন সাংবাদিক সালমান মাসুদ ও মারিয়া আবি-হাবিব।

ইমরান খান বলেন, ‘এরই মধ্যে শান্তি ও আলোচনার জন্য দিল্লির প্রতি যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল তা ব্যর্থ প্রমাণিত হয়েছে। দুই প্রতিবেশীদের মধ্যে যে হারে উত্তেজনা ও চাপ বাড়ছে তা চিন্তার।’

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দিনকে দিন খারাপ হয়েছে। আন্তর্জাতিক মহলে বারবার ধাক্কা খেয়েছে পাকিস্তান। তবে দেশটি হাল ছাড়েনি। জাতিসংঘ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সবার হস্তক্ষেপ চাইলেও তা ফলপ্রসূ হয়নি।

দুই দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন কাশ্মীর ইস্যুতে প্রয়োজনে মধ্যস্থতা করতে চান। শিগগিরই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আবারও কাশ্মীর ইস্যুতে কথা বলবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

ইমরান বললেন, ‘পাকিস্তান বারবার আলোচনায় বসার কথা জানালেও তাতে কোনো গুরুত্ব দেয়নি ভারত। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের আগে ও পরে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারতের সঙ্গে কথা বলে আর কোনো লাভ নেই। শান্তি রক্ষার্থে ও কথোপকথনের জন্য আমি যে সব পদক্ষেপ নিয়েছি, মনে হয় সেইগুলোকে তাঁরা তোষণের চোখে দেখেছেন। এর চেয়ে বেশি কিছু আমাদের করার নেই।’

ভারতের সঙ্গে কথা বলা অপ্রাসঙ্গিক জানিয়ে ইমরান খান বলেছেন, ‘পরমাণু শক্তি নানা ইস্যুতে দুই প্রতিবেশীদের মধ্যে যে হারে উত্তেজনা ও চাপ বাড়ছে তা চিন্তার। দিল্লিকে দেওয়া জবাবে তিনি জানিয়েছিলেন কাশ্মীরের বিশেষ মর্যাদা মুছে দেওয়ার জন্য পাকিস্তান আন্তর্জাতিক আদালতে যাবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একজন ‘ফ্যাসিস্ট’ ও হিন্দু আধিপত্যবাদী হিসেবে আখ্যায়িত করে ইমরান খান বলেছেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো কাশ্মীরে ৮০ লাখ মানুষের জীবন ঝুঁকিতে। আমাদের সবার মধ্যে আতঙ্ক যে, সেখানে জাতি নিধন ও গণহত্যা ঘটতে পারে।’

ইমরান খান বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে একটি সামরিক ‘অ্যাকশনের’ বৈধতা দেওয়ার জন্য ভারত অনেক কিছুই করতে পারে। আপনারা দেখছেন দুই পারমাণবিক শক্তিধর দেশ এখন চোখে চোখ রেখে কথা বলছে। এমন অবস্থায় যেকোনো কিছুই ঘটে যেতে পারে। আর তা যদি হয়, তবে সারা বিশ্বের জন্য এটি একটি বিপদের কারণ হবে।’

ভারতের পক্ষ থেকে ইমরান খানের এ সাক্ষাৎকার নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত