ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

প্রকাশ : ২১ আগস্ট ২০১৯, ১৬:৫৫

ভারতের উত্তরাখণ্ড বন্যায় ভাসছে। সেই বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় ভেঙে পড়ল একটি সামরিক হেলিকপ্টার। এতে পাইলট, কো-পাইলটসহ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

২১ আগস্ট (বুধবার) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে রাজ্যের উত্তরকাশী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি ভেঙে পড়ে।

জানা যায়, দুর্ঘটনার পূর্বে হেলিকপ্টারটি উত্তরকাশীর মোরি এলাকা থেকে ত্রাণ নিয়ে মোলদির দিকে যাচ্ছিল। তবে অনেকটা নিচু এলাকা দিয়ে যাওয়ার কারণে সড়কের পাশের পাওয়ার কেবলের সঙ্গে ধাক্কা লেগে সেটি ভেঙে পড়ে।

এদিকে দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে এরই মধ্যে নগদ ১৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

উল্লেখ্য, গত রবিবার থেকে টানা বৃষ্টি চলছে উত্তরাখণ্ডে৷ জেলার মাকুড়ি গ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্থ৷ এছাড়াও রাজ্যের আরাকোট, মাকুড়ি, মোলডা, সানেল, তিকোচি ও দ্বিচানু জেলাগুলির পরিস্থিতি ভয়াবহ৷

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত