২৩০ কেজি হেরোইন জব্দ করল তুরস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০১৯, ১২:২৫

ইরান থেকে আসা ২৩০ কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে তুর্কি শুল্ক বিভাগের কর্মকর্তা। তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে।

তুরস্কের শুল্ক কর্মকর্তারা কুকুরের সহায়তায় এগ্রি প্রদেশের গুরবুলাক শুল্ক এলাকায় ইরান থেকে আসা একটি ট্রাক থেকে হেরোইনের ২২৮টি বান্ডেল উদ্ধার করেছে বলে ওই বিবৃতিতে বলা হয়।

এছাড়াও পৃথক একটি মাদক বিরোধী অভিযানে পূর্বাঞ্চলীয় ভ্যান প্রদেশ থেকে সাড়ে চার কিলোগ্রাম হেরোইন জব্দ করেছে।

বিগত কয়েকমাস ধরে সারা দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে তুরস্ক। এর ধারাবাহিকতায় বিগত মাসগুলোতে প্রচুর পরিমাণ হেরোইন, কোকেন জব্দ করেছে দেশটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত