তাৎক্ষণিক শ্রমিক ভিসা চালু সৌদি আরবে

প্রকাশ | ২১ আগস্ট ২০১৯, ১১:৫৭

শ্রমিক নিয়োগ সহজ করতে সৌদি আরবে চালু হয়েছে তাৎক্ষণিক লেবার ভিসা সার্ভিস। ইলেক্ট্রনিক পোর্টালের মাধ্যমে এই সেবা দেওয়া হবে।

সোমবার (১৯ আগস্ট) সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

নতুন এই ভিসার জন্য রেজিস্টার করতে পারবেন বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তারা। বেসরকারি সেক্টরের যেসব প্রতিষ্ঠান সৌদির জাতীয়করণ প্রকল্পের শীর্ষে আছে এবং মন্ত্রণালয়ের নিয়মনীতি পুরোপুরি মেনে চলছে তারাই সহজে এই ভিসা পাবে।

এর আগে বেসরকারি সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানকে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ভিসা পেতে সময় ব্যয় করতে হতো আট মাস। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে এ সেবা এখন তাৎক্ষণিকভাবে দেওয়া হবে।

মন্ত্রণালয়ের অধীনে নতুন এই কিওয়া পোর্টালের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে।